তামিমের হাফ সেঞ্চুরি, ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ

0
337

খবর৭১: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তামিমের হাফ সেঞ্চুরিতে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ ।তামিম ইকবাল ৭২ বল খেলে তুলে নেন এই হাফ সেঞ্চুরি।
এনামুলকে নিয়ে শুরু করলেও মাঝপথে ৩৫ করে ফিরে যার এনামুল ।কিন্তু ৩৫ করে ব্যর্থ হয়ে ফিরে যান এনামুল ।তারপর সাকিব কে সাথে করে এগুচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২১.৩ ওভারে এক উইকেট হারিয়ে ১১৬ রান। দলীয় ৭১ রানে থিসারা পেরেরার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন এনামুল হক বিজয়।
উভয় দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আর জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরেছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। সানজামুল ইসলাকে বসিয়ে একাদশে রাখা হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আজ শ্রীলঙ্কার একাদশে নেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে দিনেশ চান্দিমালকে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here