বাংলাদেশের লক্ষ্য ধারাবাহিকতা, ঘুরে দাঁড়াতে চায় শ্রীলংকা

0
372

খবর ৭১:বাংলাদেশের জয় দিয়েই শুরু হয়েছে এবারের ত্রিদেশীয় সিরিজ। জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখাই একমাত্র লক্ষ্য মাশরাফিদের। এদিকে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া শ্রীলংকার টার্গেট সিরিজে ফেরা। বাংলাদেশকে হারিয়েই ঘুরে দাঁড়াতে চায় লংকানরা। বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার ম্যাচটি শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বৃহস্পতিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে খেলেছি- আশা করি কালকেও যেন ওইভাবে পরিকল্পিত ক্রিকেট খেলতে পারি। ওই দিকেই সবাই ভাবছে। ওদের বিপক্ষে আগে ব্যাটিং করলে বড় একটা স্কোর দাঁড় করাতে হবে। বোলিং আগে করলে আমরা কাজটা যেন এমনভাবে করি, আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা যেন সহজ হয়।

প্রতিপক্ষ শ্রীলংকা সম্পর্কে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ওদের কিছু খেলোয়াড় আছে যারা খেলাটা গুঁড়িয়ে দিতে পারে। শ্রীলংকার যখন সেরা দল তখন কুশল পেরেরা আমাদের বিপক্ষে সেঞ্চুরি করেছে, আমাদের সঙ্গে ওর কয়েকটা ভালো ইনিংস আছে। উপুল থারাঙ্গা অনেক সিনিয়র একজন ক্রিকেটার। চান্দিমাল অনেক দিন ক্রিকেট খেলছে। ওদের কিন্তু সাম আছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকান অধিনায়কের খেলা নিয়ে রয়েছে শংকা। যে কারণে ম্যাচের আগের দিনে সংবাদ সম্মেলনে লংকার প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেন দলের ব্যাটিং কোচ থিলান সামারাবীরা।

দলের লক্ষ্য নিয়ে তিনি বলেন, আগের ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি। সিরিজে আমাদের সামনে এখনও তিনটি খেলা আছে। বাংলাদেশ দলের বিপক্ষে সামর্থ্য অনুসারে খেলার চেষ্টা করব। আমরা সেরাটা খেলতে পারলে ভালো কিছু হবে। গত বছরটা আমাদের বাজে গেছে এখন হাথুরুসিংহের অধীনে ভালো অবস্থানে ফেরার অপেক্ষায় আছি। লংকান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউসের ইনজুরি নিয়ে লংকান এই ব্যাটিং কোচ বলেন, সে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছে। এরপর বলা যাবে সে খেলতে পারবে কিনা। জিম্বাবুয়ের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে লংকান সাবেক এই ক্রিকেটার বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here