মেহেদির রঙ ক্যাটরিনার হাতে!

0
398

খবর ৭১: পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে পাঁচ বছর পর আবার জুটি বেঁধেছেন সালমান খানের সঙ্গে। পেয়েছেন প্রচুর দর্শকপ্রিয়তা। এ পযর্ন্ত ৩৩০ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর আগে অভিনেত্রীর কোনও ছবি এত আয় করেনি।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দু’জনের রসায়ন তাঁদের পুরনো সম্পর্কের গুজবকে আবারও তাঁজা করেছে। আর ক্যাটরিনার পোস্ট করা ছবি দেখে দর্শকদের মনে আরও কৌতুহল বেড়ে গেছে।

সম্প্রতি হাতে মেহেদি লাগানো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবিতে লজ্জায় মুখ রাঙা হয়ে যাওয়া নব-বধূর মতোই লাগছে তাঁকে। তবে তা কোনও ছবির শ্যুটিং-এর দৃশ্য কি না তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তা হলে কী এবার বিয়ের সানাই বাজতে চলেছে ক্যাটরিনার?
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here