মা হতে যাচ্ছেন বিপাশা!

0
325

খবর ৭১: বিপাশা বসুর মা হওয়ার গুজব তার পিছু ছাড়ছে না। আবারও বিপাশা বসুর গর্ভাবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। কয়েক মাস আগেও এমন একটা খবর ভাইরাল হয়েছিল। ৩৯ বছর বয়সী অভিনেতা সম্প্রতি একটি ঢিলেঢালা পোশাক পরায় গর্ভাবস্থার গুজব রটে।

তবে বিপাশা আবারও বলছেন যে “এটা কেবল তখনই ঘটবে যখন আমরা চাই।”

তিনি এই গুজবকে উড়িয়ে সামাজিক মাধ্যম টুইটারে বলেন, আমি আবারও হতবাক হলাম, আমি গাড়িতে বসার সময়ে কোলের উপর একটি ব্যাগ রেখেছিলাম। কিছু গণমাধ্যম এইটাকে গর্ভাবস্থা লুকিয়েছি বলে জানাচ্ছে। আমি গর্ভবতী নই। যখন আমরা সন্তান চাইবো তখনই এটা ঘটবে। সূত্র: ইন্ডিয়া টুডে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here