প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে জাসদ নেতাদের সাক্ষাৎ

0
379

খবর৭১:ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বুধবার বিকেলে হোটেল সোনারগাঁয় সৌজন্য সাক্ষাৎ করেন জাসদের নেতারা। জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দলটির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, একাত্তরের মহাযুদ্ধে প্রণব মুখোপাধ্যায়, ইন্দিরা গান্ধী ও সমগ্র ভারতের সাহসী ভূমিকার জন্য আবারও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জন্য জঙ্গিবাদই সবচেয়ে বড় সমস্যা বলে বৈঠকে একমত পোষণ করেন তারা। দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর করে উন্নয়ন ও সভ্যতাকে এগিয়ে নিতে জঙ্গিবাদ মোকাবিলায় ভারত ও বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে কাজ করবে, জানান তথ্যমন্ত্রী।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, রেজাউল করিম তানসেন এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নূরুল আখতার ও কার্যকরী সদস্য হাসিনা আখতার বৈঠকে যোগ দেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here