পাওয়া না পাওয়ার হিসাব করি না: প্রধানমন্ত্রী

0
491

খবর ৭১:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাওয়া না পাওয়ার হিসাব করি না। দেশের মানুষের কল্যাণে কাজ করি।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে বিদেশের কে কখন কী উপাধি দিয়েছে, তা সংসদে তুলে ধরে ফখরুল ইমাম বলেন, এত সম্মানসূচক কথা বলার পরে আমার তো মাথা ঠিক থাকত না। এরপরই কি রামপাল বিদ্যুতের প্রয়োজন আছে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাকে নিয়ে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন হাজার বিশেষণ দিলেও আমার মাথা কখনও খারাপ হবে না। আমি বেতালা হব না। ওগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমার চিন্তা একটাই দেশের মানুষ ভালো থাকুক।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন তো বিদ্যুতের জন্য। দেশের জন্য। উন্নয়নের জন্য। দক্ষিণবঙ্গের মানুষের জন্য। তাদের জিজ্ঞাসা করে দেখেন বিদ্যুৎ প্রয়োজন আছে কিনা।

শেখ হাসিনা বলেন, আমি এটুকুই বলতে চাই- কী পাইনি তার হিসাব মিলাতে মন মোর নাহি রাজি। কী পেলাম, কী পেলাম না, সেই হিসাব করি না। আমি কাজ করি দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমার দায়বদ্ধতা হচ্ছে ক্ষুধার্ত দারিদ্র্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ আছে যারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু সামর্থ্য না থাকার কারণে তারা বাঁকা পথ খোঁজে। তারা ভাবে, আমি থাকলেই তাদের যত সমস্যা। আমাকে অনেকবার হত্যার পরিকল্পনা করা হলেও তবুও আমি মরি না। আল্লাহ কীভাবে জানি আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন।

তিনি বলেন, মরতে তো একদিন হবেই। সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। ‘জন্মিলে মরিতে হবে/অমর কে কোথা কবে/চিরস্থায়ী কবে নীড়/ হায়রে জীবন নদী/।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে আরেকটি শ্রেণির মানুষ আছে। সমস্যাটা তাদের নিয়ে। গণতন্ত্রের ধারা চললে তাদের কিছুই ভালো লাগে না। যখন উন্নয়নের পথে দেশ এগিয়ে যায়, সেটা তারা চোখে দেখে না। এরা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির। তাদের মাথায় একটাই চিন্তা ক্ষমতায় যাওয়ার। পতাকা পাওয়ার।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here