দুপচাঁচিয়ায় পৌর অডিটোরিয়াম নির্মানের স্থান পুনঃ নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা

0
397

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া পৌরসভায় অডিটোরিয়াম নির্মানের স্থান পূনঃ নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা হলরুমে পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে ও সচিব কার্তিক চন্দ্র দাসের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, থানার প্রতিনিধি এসআই জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক হাফিজার রহমান মাষ্টার, উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুদ্দিন আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, উপজেলা ইমাম ও মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, পৌরবাসী এস,এম খান বাদশা, বকুল মাষ্টার প্রমুখ। সভায় দুপচাঁচিয়া জাহানারা-কামারুজ্জামান কলেজ চত্বরে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর নামে পৌরসভার অর্থায়নে আধুনিক অডিটোরিয়াম নির্মান বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মচারী, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here