দুর্দান্ত খেলছে জিম্বাবুয়ে

0
668
Zimbabwe cricketer Sikandar Raza reacts after scoring a half century (50 runs) during the first One Day International (ODI) cricket match of the Tri-Nations Series between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 15, 2018. / AFP PHOTO / Munir UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

খবর ৭১:রকেট ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে গোটা ম্যাচে ধুঁকতে দেখা গেছে জিম্বাবুয়েকে। শ্রীলংকার বিপক্ষে সেই দলটিকেই লাগছে অচেনা। দারুণ খেলছে গ্রায়েম ক্রেমারের দল। শেষ খবর পর্যন্ত ৩৮ ওভার শেষে ৪ উইকেটে ২০০ রান করেছে তারা। সিকান্দার রাজা ৩০ ও ম্যালকম ওয়ালার ১৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। খর্বাশক্তির দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা।

দলীয় ৭৫ রানে থিসারা পেরেরার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মির। ফেরার আগে ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করেন এ ওপেনার। তবে মাসাকাদজা-মিরের দেখানো পথে হাঁটতে পারেননি ক্রেইগ অরভিন। দলীয় ৮৫ রানে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

এর পর ব্রেন্ডন টেলরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাসাকাদজা। ধীরে ধীরে রূদ্রমূর্তি ধারণ করতে থাকেন তিনি। টেলরও তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন। কিন্তু হঠাই খেই হারিয়ে ফেলেন মাসাকাদজা। দলীয় ১৪২ রানে অসেলা গুনারত্নের শিকার হয়ে ফেরেন তিনি। অবশ্য ফেরার আগে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। ৮৩ বলে ১০ চারে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এ ওপেনার।

মাসাকাদজার পর দলের রানের গতি সচল রাখার দায়িত্ব পড়ে টেলরের কাঁধে। বেশ ভালোভাবেই সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু তা সহ্য হচ্ছিল না থিসারার। দলীয় ১৬৯ রানে সরাসরি বোল্ড করে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোখরাঙানি থামান লংকান পেসার।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here