কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১০

0
330

খবর৭১:কলম্বিয়ায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে প্রদেশটির সেগোভিয়া শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অ্যান্তিয়োকিয়া প্রদেশে রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন ক্রু ও ছয়জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার সময় সেখানে আবহাওয়া বাজে ছিল এবং তার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

সে এলাকায় বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) উপস্থিতি আছে। সম্প্রতি সরকারের সঙ্গে অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গোষ্ঠীটি ফের হামলা চালানো শুরু করেছে। তবে তাদের হামলার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি বলে দাবি করছে কলম্বিয়া সরকার।

এ দুর্ঘটনা বিষয়ে সেনাবাহিনীর বিমান পরিবহন বিভাগের প্রধান জেনারেল হুয়ান ভিসেন্তে ট্রুজিলো বলেছেন, ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here