খবর ৭১:মাঠে খারাপ আচরণের জন্য শাস্তি পেতে হলো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে একটি ভেজা বল সম্পর্কে বার বার আম্পয়ারের কাছে অভিযোগ করায় এবং এর পর ক্ষুদ্ধভাবে বলটি মাঠে ছুঁড়ে মারায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোহলির বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। চলমান টেস্টের তৃতীয় দিন বার বার অভিযোগ করায় এবং ক্ষুদ্ধভাবে বলটি মাঠে ছুঁড়ে মারায় তাকে এ শাস্তি দেয় আইসিসি।
আইসিসি আজ এক বিবৃতিতে জানায়, ‘সোমবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে কোহলি ভেজা বল সম্পর্কে বার বার আম্পায়ার মাইকেল গফ’র কাছে অভিযোগ করছিলেন এবং এরপর ক্ষুদ্ধভাবে বলটি মাঠে ছুঁড়ে মারেন। ’
লেভেল-১ এর সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দু’টি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির নিয়ম ভঙ্গ করায় এটাই কোহলির প্রথম শাস্তি নয়। এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটি এলবিডব্লুর আবেত প্রত্যাখ্যান হওয়া স্টিভ স্মিথের সঙ্গে বচসার কারণে কোহলিকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছিল আইসিসি।
২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে অশোভন আচরণ করায়ও তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল।
তবে এই প্রথম ডিমেরিটস পয়েন্ট পেলেন টিম ইন্ডিয়া অধিনায়ক
খবর ৭১/ ই: