দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন

0
453

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল সকালে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, তালোড়া পৌরসভা কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সন্মাননা স্মারক প্রদান। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এটিএম আমিনুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ ইনওয়ার হোসেন বায়েজিদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আছির উদ্দিন আহমদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, প্রাক্তন শিক্ষক মোখছেদ আলী প্রাং, এমদাদ আলী প্রাং,মাসুদ আলী প্রাং,আনোয়ার হোসেন, খন্দকার আব্দুল মজিদ, থানার ওসির প্রতিনিধি এএসআই সিদ্দিকুর রহমান। বিদ্যালয়ের আলোকিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.গৌড় চন্দ্র পাল, জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড.মোঃ ফেরদৌস হোসেন,রাজশাহী রুয়েট এর সিএমই প্রভাষক মুহিত কুমার পাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছার রহমান, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক পরিচালক শিল্পপতি আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটিরি সদস্য মারুফ হাসান তরফদার, শরিফুল ইসলাম স্বাধীন, আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, নাজমুল হক, আক্তারুন নেছা, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ্ব হারুনুর রশিদ, প্রাক্তন আলোকিত শিক্ষার্থীর অভিভাবক মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here