বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ভূইঁয়ার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

0
445

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, ৫নং গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত অভিভাবক সদস্য, নান্দাইল রোড বাজার জামে মসজিদ কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ভূইয়া (৬৫) রোববার দিবাগত রাত সাড়ে ১১ঘটিকায় নান্দাইল রোড বাজার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না………… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ১ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। সোমবার বিকালে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযা পূর্ব মরহুমের কর্মবহুল জীবন নিয়ে আলোচনা করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেজর জেনারেল অব: আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, নেতৃবৃন্দ যথাক্রমে এমএ সালাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া, মোঃ মাজহারুল হক ফকির, সাংবাদিক এনামুল হক বাবুল, রফিকুল ইসলাম রফিক, আনোয়ারুল হক আনু, মুফতী ইব্রাহীম কাশেমী, মরহুমের একমাত্র পুত্র জহিরুল ইসলাম শামীম প্রমুখ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here