আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানবাধিকার কমিশন

0
616

খবর৭১:মিরসরাই প্রতিনিধি :আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানবাধিকার কমিশন। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামে আমির হোসেনের নতুন বাড়িতে ছুটে যান মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। এসময় ক্ষতিগ্রস্থ আমির হোসেনের পরিবারের মাঝে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ব্যক্তিগত তহবিল থেকে নগদ অনুদান তুলে দেন। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সাংবাদিক এম নুর উদ্দিন বাহার, এম মাঈন উদ্দিন, নাজমুল হোসেন, সুজন চন্দ্র মন্ডল, নিজাম উদ্দিন, মোঃ জামসেদ প্রমুখ।

প্রসঙ্গত : সম্প্রতি হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রামের আমির হোসেনের নতুন বাড়িতে আমির হোসেনের ছেলে তসলিম উদ্দিনের বৌ ভাতের অনুষ্ঠানের দিন অগ্নিকান্ডে বিয়ের আয়োজনে ব্যবহৃত ডেকোরেশনের সকল মালামালসহ বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here