সোনারগাঁওয়ে ছাত্রলীগ বিরুদ্ধে যুবলীগের মামলা

0
348

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠুর বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ রিয়াদ। গতকাল শরিবার রাতে তিনি সেনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
মামলায় মাহামুদ রিয়াদ উল্লেখ করেন, গত শুক্রবার রাতে বড়নগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ রিয়াদ মোগরাপাড়া বাজার থেকে তার বাড়ি ফেলার পথে পূর্ব শক্রতার জের ধরে দমদমা গ্রামের তাহের আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাফুজ আহম্মেদ মিঠু ও তার সাথে থাকা আরো ৪ জন সহযোগীরা তার পথ রোধ করে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে তার সাথে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মাহামুদ রিয়াদ বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here