সিরাজগঞ্জের বেলকুচিতে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

0
339

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবীতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকরা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের এসে শেষ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদার সভাপতিত্বে ১১ দফা কার্যকর করার দাবীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলম, তামাই বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সরকার, তেয়াশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জি,এস,কে,এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ বরকতুল্লাহ, রান্ধুনীবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here