নড়াইলের মোল্যার মাঠ থেকে ৩’শ ইয়াবাসহ গ্রেফতার ২

0
314

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের মোল্যার মাঠ থেকে ৩’শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম রিপন মোল্যা (২৮), পিতা ছাবদাল মোল্যা ও আশিক শিকদার (২২)। উভয়ই জেলার কুমড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮ টায় ডিবি পুলিশের এএসআই আলমগীরের নেতৃতে সঙ্গীয় ফোর্স এএসআই রাজাক, বায়েজিদ, শিমুল, ওলিয়ার, মুরাদ, মোঃ জাহাঙ্গীর শেখ, গোপন সংবাদের ভিত্তিতে ৩’শ পিস ইয়াবাসহ মোল্যার মাঠ থেকে তাদের গ্রেফতার করে। নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ২ ইয়াবা ব্যবসায়ী ভ্রাম্যমানভাবে ইয়াবা এনে নড়াইলে সাপ্লাই দিতো। এ ব্যাপারে  উপ পরিদর্শক,আমিনুজ্জামান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবি কাওকে ছাড় দেওয়া হবে না। নড়াইলকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সমাজের সুধী মহলসহ সাংবাদিকদের সার্বিক সহেযাগিতা কামনা করেছেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও দমন আইনে মামলা করা হবে বলে পুলিশ জানায়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here