নান্দাইলে মাথাবিহীন অজ্ঞাত মহিলার লাশ উদ্বার

0
350

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের সামনে হাওরের সরিষা ক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক মহিলা (৩০) এর লাশ নগ্ন অবস্থায় শনিবার (১৩ই জানুয়ারী) সন্ধ্যার সময় গ্রামবাসি দেখতে পায়। জানাযায়, কে বা কারা অজ্ঞাতনামা এই মহিলাকে জবাই করে মাথা কেটে নিয়ে তার মাথাবিহীন লাশ সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। স্থানীয় চৌকিদার সন্ধ্যায় মহিলার লাশ দেখতে পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশকে অবহিত করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান মাথাবিহীন মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায় বলে নিশ্চিত করেন। রিপোর্ট পাঠানো পর্যন্ত অজ্ঞাতনামা মহিলার মাথার কোন সন্ধান পাওয়া যায়নি। উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে মামলা নথিভূক্ত করা হবে বলে ওসি জানান।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here