অনন্য কমলার খোসা

0
432

খবর ৭১:এই শীতে ত্বক হয়ে যায় রুক্ষ। এছাড়া বয়সজনিত কারনে আপনার ত্বকে বলিরেখা পড়তে পারে।

ঘরে বসেই এ সমস্যা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন আপনি।

ফল হিসেবে কমলা যেমন দারুন স্বাস্থ্যকর তেমনি এর খোসাও ফেলনা নয়। কমলায় রয়েছে ভিটামিন-সি। এর ফলে, এটি ত্বককে ভালো রাখতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার খোসা বেশ উপকারী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কমলার খোসার কিছুর ব্যবহারবিধি তুলে ধরা হলো-

কমলার খোসা ও অ্যালোভেরা জেল :
আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। মিশ্রণটি মুখে মাখুন। ১০ থেকে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করুন।

কমলার খোসা, হলুদ গুঁড়ো ও নারিকেল তেল : 
আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো, এক চিমটি হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ নারিকেল তেল একটি পাত্রে নিয়ে মেশান। মিশ্রনটি ত্বকে মেখে ১০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মাসে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।

কমলার খোসা ও কাঠবাদামের তেল :
এক টেবিল চামচ কাঠবাদামের তেল এবং আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো ব্ল্যান্ড করুন। মিশ্রণটি পাঁচ থেকে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণে ত্বক উজ্জ্বল হবে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here