চৌগাছা পৌরকর্মচারী শাহীনের পিতার মৃত্যু

0
317

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা পৌরসভার কর নির্ধারক শাহীনুর রহমান শাহীনের পিতা মহাসিন আলী দফাদার (৮৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রজিউন। মরহুম মহাসিন আলী দফাদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদরের বড় ভাই। বুধবার বিকাল ৫ টায় বার্ধক্য জনিত কারনে তিনি উপজেলার সিংহঝুলী গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সহ সভাপতি এমএ সালাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান লাল ও বিএম আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, চৌগাছা পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী মুজিবর রহমান, পৌর কর্মচারী সার্ভিসের সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, তফিজুর রহমান, মনিরুল ইসলাম লিটন, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান তুহিন, সেলিম রেজা প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here