ব্যাংকিংখাতে ইন্টারনেট ব্লকচেইন বিপ্লব আনবে

0
453

খবর৭১: ব্যাংকিং খাতের ইন্টারনেট ব্লকচেইন। দেশের স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, রিয়েল স্টেট এবং বিনিয়োগের ক্ষেত্রে এই প্রযুক্তিটি বিপ্লব নিয়ে আসবে। বিষয়টিকে আমলে নিয়ে খাত সংশ্লিষ্টদের যুথবদ্ধ পদক্ষেপ কামনা করেছেন প্রযুক্তিবিদরা। পরামর্শ দিয়েছেন ব্লকটেইন নিয়ে দেশেই গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করার।

বুধবার রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে অবস্থিত বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বাংলাদেশে ব্লকচেইনের সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ থেকে দুবাইয়ে ব্লকচেইন সেবাদাতা বাংলাদেশী প্রতিষ্ঠান ইজেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম এবং সিলিকন ভ্যালীর প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ইউপ্লাস ইনকর্পোরেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শওকত শামিম।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার,সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান, বাংলাদেশের ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন প্রমুখ।

বৈঠকে মোস্তাফা জব্বার বলেন, ইজেনারেশন দুবাই এ ব্লকচেইন সলুশন দিচ্ছে যা বহির্বিশ্বকে অবহিত করে যে বাংলাদেশ ব্লকচেইনের মত সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে সক্ষম। আমরা আশা করি ইজেনারেশনের মত বাংলাদেশী অন্যান্য কোম্পানিগুলোও দেশের নাম উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। জনগণের জন্য উপকারী এমন যে কোন প্রযুক্তির ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে সমর্থন করবে। এখানে উপস্থিত সকলকে আমি অনুরোধ করব, এই প্রযুক্তি থেকে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে এটি নিয়ে পর্যাপ্ত গবেষণা করুন যেন সরকার এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।’

শামীম আহসান বলেন, ‘গণমাধ্যমে ইন্টারনেট যেমন ভূমিকা রেখেছে, ব্যাংকিং খাতে ব্লকচেইনও তেমনি ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, রিয়েল স্টেট এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন নিয়ে এসেছে এই প্রযুক্তি। যেহেতু ক্রিপ্টোকারেন্সির সচেতনতা ছড়িয়ে যাচ্ছে এবং ছোট পরিসরে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, এটা মনে করা হয় যে, ব্লকচেইন প্রযুক্তি বিনিয়োগশিল্পকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। বর্তমানে গতানুগতিক ও বিকেন্দ্রীভূত প্রতিষ্ঠানগুলো ইনিশিয়াল কয়েন অফারিং (আইসিও) দ্বারা ব্যবসায় বিনিয়োগের তহবিল সংগ্রহ করছে।’

আশরাফুল ইসলাম বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। ২০১৭ সালে আমরা যে প্রযুক্তি পরিবেশে বসবাস করেছি, ২০১৮ সালে তা অনেকটাই বদলে যাবে। ডাটার ওপেন অ্যাক্সেস এর কারণে কপিরাইট সংরক্ষণ একটি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কপিরাইট নিশ্চিতকরণের ক্ষেত্রে ব্লকচেইন একটি বড় ভূমিকা পালন করবে। আমাদের দেশে ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে আমরা আবার বিশ্ব ময়দানে পিছিয়ে যাব।

ইউপ্লাস ইনকর্পোরেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শওকত শামিম বলেন, বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থায় ইন্টারনেটের পর ব্লকচেইন-ই বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিপ্লবে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

অন্যান্য বক্তা বলেন, আমাদের অর্থনিতির বিভিন্ন খাতে ব্লকচেইন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানোর জন্য গবেষণা এবং উন্নয়নমূলক কাজ করা দরকার। এই বৈঠকটি সম্পূর্ণ সময়োপযোগী একটি উদ্যোগ যার মাধ্যমে বিভিন্ন খাতের ব্যাক্তিবর্গরা একত্রে আলোচনার মাধ্যমে যে যার জায়গা থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিশ্ববাজারের প্রতিযোগিতায় বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবে।

প্রসঙ্গে, ব্লকচেইন হল ডাটা সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি যে পদ্ধতি অনুযায়ী ডাটাগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে ডাটার মালিকানা সংরক্ষিত থাকে। এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করলে কোন একটি ব্লকের ডাটা পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে যা অসম্ভব। তাই এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করাটা বেশ নিরাপদ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here