কুমিল্লায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে, বেশীর ভাগ আক্রান্ত শিশুরা

0
430

সাজু সরকার, কুমিল্লা প্রতিনিধি,

গেল কয়েকদিনের শৈত প্রবাহের কারনে কুমিল্লায় বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। প্রতিদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতা,সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে নিমোনিয়া, ডায়েরী ও শ্বাসকস্টে আক্রান্ত শিশু রোগী। একমাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কয়েছে শতাধিক শিশু। মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায় শিশু রোগীদের ভিড়। কুমিল্লা এবং পাশ্ববর্তী জেলা থেকে আক্রান্ত বেশ কিছু শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিষ্টার জানান, প্রতিদিনই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচেছ। তবে তা সহনীয় পর্যায়ে আছে। রোগীদের চিকিৎসা দিতে পর্যাপ্ত ব্যাবস্থা নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here