কলকাতার চলচ্চিত্রে এখন জনপ্রিয় নাম জয়া আহসান

0
604

খবর৭১:কলকাতার চলচ্চিত্রে এখন জনপ্রিয় নাম জয়া আহসান। সেখানকার নির্মাতাদের সেরা পছন্দের তালিকায় রয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এরই মধ্যে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে জয়ার। সেসবের বেশিরভাগ ছবিতেই আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

সেগুলো হলো ‘আবর্ত’, ‘রাজকাহিনী’ ও ‘বিসর্জন’। তারমধ্যে সর্বাধিক আলোচিত ‘বিসর্জন’। ছবিটিতে আবির-জয়া জুটি মন জয় করেছে দর্শকদের। সেই ধারাবাহিকতা নিয়ে আবারও নতুন রসায়ন নিয়ে হাজির হচ্ছেন তারা। আসছে সপ্তাহে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আমি জয় চ্যাটার্জি’ নামের ছবি। সেখানে জয়া কাজ করেছেন ড. অদিতি রায় ও আবিরকে দেখা যাবে জয় চ্যাটার্জি চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মনোজ মিশিগান।

ছবির গল্পে দেখা যাবে, আবিরের বাগদত্তা জয়া। তিনি একজন চিকিৎসক। তবে মানুষটি একদম ভিন্ন, যাকে বলে আবিরের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান। একদম বিপরীত চরিত্রের নারী জয়া। অন্যদিকে আবির একজন আত্মকেন্দ্রিক, ইগোইস্টিক ব্যবসায়ী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here