ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ১৩

0
493

খবর৭১:যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা দেখা দিয়েছে।

এছাড়া একশ ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহত অবস্থায় ২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চারজনের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সান্তা বারবারা এলাকার পূর্বাঞ্চলে তিন শতাধিক মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, বিশ্বযুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হয়েছে।

বন্যা এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ৪৮ কিলোমিটার প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সে কারণে জরুরি সহায়তা প্রদানকারী দল এবং উদ্ধারকর্মীরা তাদের কাজ পরিচালনায় বাধাপ্রাপ্ত হচ্ছেন।

জরুরি সেবাদানকারীরা বলছেন, ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে গণনা করা যাচ্ছে না, সে কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দূর্ঘটনা এড়াতে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ৫০ জনের বেশি কর্মী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here