নতুন এ্যাকশনে আসছে তোলপার

0
433

খবর ৭১:
বাংলা সিনেমতে নতুন মুখ উঠে আসছে না। এই অভিযোগ বা আক্ষেপ অনেকদিন ধরেই শোনা যায়। তবে এবার সেই পরিস্থিতি বদলাতে পারে। আর সেই পরিস্থিতি বদলাতে পারেন নতুন বাংলা ছবি ‘তোলপার’-এর নতুন এ্যাকশন স্টার সনি রহমান।

সনি রহমানের অবশ্য সিনেমায় আসার কোনও পরিকল্পনাই ছিল না। খবর ৭১ কে তিনি বলেন ‘‘আমি তো নিয়মিত পর্দার বাইরেই থাকতাম। গল্পটা ভাল লাগল। তাই হ্যাঁ করে দিলাম। এখন অবশ্য আমার ইচ্ছে, বাংলা ছবিতে নিজের জায়গা করে নেওয়া।

সাকিব ভাইসহ যারা আছেন সবাইকে আমার খুব ভাল লাগে। আর মিজানুর রহমান মিজান ভাই আমার খুব প্রিয়। প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিনই শুরু হলো তোলপাড় চলচ্চিত্রের শ্যুটিং।

চলচ্চিত্রটি সম্পর্কে নবাগত নায়ক সনি রহমান বলেন, নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে আমরা ছবির কাজ শুরু করেছি। অনেকে বলে বর্তমান চলচ্চিত্রের অবস্থা ভালো না। আমি মনে করি ১৯৭১ সালেও আমাদের বুক দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা কিন্তু লড়াই করে বিজয় আর্জন করেছি। চলচ্চিত্রের জন্যও আমরা লড়াই করবো। আর এ লড়াইয়ে আমাদের বিজয় আসবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here