খবর ৭১:
ঢাকাই চলচ্চিত্রের নায়ক হিসেবে আরও একজনের অভিষেক হতে যাচ্ছে। তার নাম রকি মাহমুদ।
ছবির নাম ‘প্রেমের বাঁধন’। এটি পরিচালনা করবেন সুপারহিট হিট ছবি ‘প্রেমের তাজমহল’র নির্মাতা গাজী জাহাঙ্গীর। নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রকি নিজেই।
রকি বলেন, ‘এটি আমার জীবনে অন্যতম একাটি সিনেমাতে কাজ করা। ‘প্রেমের বাঁধন’ ছবিটি সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং শুরু হয়েছে।
তিনি বলেন, ‘নবাগত নায়ক হিসেবে যোগ্যতা দিয়ে আমি নিজেকে খুব ভালো জায়গায় দেখতে চাই। ভালো গল্প হলে অবশ্যই সামনে অনেক চলচ্চিত্রে কাজ করব।’ ইতিমধ্যেই বিলবোর্ডের বিজ্ঞাপনেও কাজ করেছি। মডেল হয়েছি।’
আমি মনে করি ‘যোগ্যতা থাকলে আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না যদি আল্লাহ্ চান। আর যোগ্যতা না থাকলে দর্শকের মন জয় করা সম্ভব নয়। আমি কাজের দক্ষতা ও আমার যোগ্যতা দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে চাই। সবার ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।’