জগন্নাথপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

0
350

জগন্নাথপুর প্রতিনিধি :-
জগন্নাথপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি সুনামগঞ্জ জেলা কমান্ড্যাট মোহাম্মদ আমিন উদ্দিন। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এম এ আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপি সুনামগঞ্জ জেলা কমান্ড্যাট মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন আনসার ও ভিডিপি সদস্যরা আইন শৃংখলাসহ সরকারের গুরুত্বপূর্ন কার্যক্রমে অংশ গ্রহন করে সুনাম অর্জন করে যাচ্ছে। তিনি আইন শৃংখলাসহ সরকারের প্রতিটি সেবামূলক কার্যক্রমে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে যাওয়ার জন্য আনসার ওভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি দলপতি রাকিবুর রহমান রাকিব, দল নেত্রী সৈয়দা শিউলী আক্তার। সমাবেশে আনসার ও ভিডিপির ২শ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জগন্নাথপুর উপজেলার আনসার কমান্ডার আব্দুল খালেক, আনসার ও ভিডিপি দলপতি মো: আব্দুল্লাহ, দলপতি মো: আব্দুল হক, দলপতি মো: রাকিবুর রহমান রাকিব, দলনেত্রী সাথী রানী দাস ও দলনেত্রী শিউলী আক্তারের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here