সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মো: মঞ্জু (৪৭) নামের এক হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার সদরের রেলগেট থেকে হেরোইন বিক্রি করা অবস্থায় ৫গ্রাম (১১২পুড়িয়া) হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: মঞ্জুু উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মঞ্জু মাদক ব্যাবসা করে এমন গোপন সংবাদের ভিত্ততে এসআই মো: তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিয়ান চালিয়ে হেরোইন বিক্রি করা অবস্থায় তাকে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হলে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।#