উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের গোহাটখোলা নতুন বাসস্ট্যান্ড থেকে ভোর ৬টার সময় নিয়মিত ডিবি পুলিশের বাস তল্লাশির সময় ১১৪৫ নং গাড়ির বাসের সীটের তলা থেকে দাবিদারবিহীন ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, ডিবি পুলিশের এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে এএসআই সোহেল, এএসআই জামারত, আজাদ হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ফেনসিডিল আসছে জানতে পেরে ডিবি পুলিশের একটি দল কাক ডাকা ভোর থেকে বাস তল্লাশি শুরু করে। এ সময় ফেনসিডিল পেলেও এর বাহককে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিবি’র উপ-পরিদর্শক আমিনুজ্জামান জানান, দাবিদারবিহীন ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে কিন্তু কোনো আসামি আটক করা যায়নি। এ ব্যাপারে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, আমি পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকায় এসেছি। ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে আমি শুনেছি তবে কোনো আসামি আটক করা যায়নি বলেও জেনেছি। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো দাবিদারবিহীন জব্দ তালিকায় দেখানো হয়েছে।