তাপমাত্রায় সৈয়দপুরের রেকর্ড ভেঙেছে তেঁতুলিয়া

0
388

খবর৭১: তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশজুড়ে। তাপমাত্রাও অতীতের সকল রেকর্ড ভেঙেছে। সোমবার (০৮ জানুয়ারি) সকালে নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কুড়িগ্রামের তেঁতুলিয়া রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা বাংলাদেশের স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও কয়েকদিন থাকতে পারে এমন আবহাওয়া। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।

রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার (০৭ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর আরও কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here