লালমনিরহাটে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত

0
375

খবর৭১:আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট   প্রতিনিধি :লালমনিরহাটে মাদক বিরোধী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জানুয়ারী) বিকেলে লালমনিরহাট রেলওয়ে সোহরাওর্য়াদী মাঠে ফুটবল ফাইনাল খেলায় মোগলহাট উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে লালমনিরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র হয়। খেলা শেষে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারনা উদ্বোধন ও আলোচনা সভা, পুরস্কার বিতরন ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। পরে ফুটবল খেলার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ এডভোকেট সফুরা বেগম রুমী। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার, ক্যাপ্টেন(অব:) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। টুর্নামেন্টে উপজেলা পর্যায়ের ২০টি স্কুল ফুটবল দল অংশ নেয়।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here