গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া সরকারি আশ্রয়ন প্রকল্পে অগ্নিকান্ডে ১০টি ঘর ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে তেতুলিয়া সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারি কেরামত সিকদারের রান্না ঘরের চুলার থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ওই এলাকার আলমগীর সিকদার, কালা মোল্লা, ধনুু মোল্লা, ইয়াসিন মোল্লা, ভুলু মোল্লা, শাহ আলম, আলমগীর খাকি, নসু মোল্লা ও সামাদ ফকিরের ঘর আগুনে ভষ্মিভূত হয়। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহ-পরিচালক মো: জানে আলম জানান, কোন হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোট টাকা হতে পারে।
খবর৭১/এস: