খবর৭১: শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যে দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
রবিবার (৭ জানুয়ারি) বিকেলে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বাজে পারফরম্যান্সের কারণে সৌম্য ও তাসকিন বাদ পড়েছেন বলে জানিয়েছেন নান্নু। অনেকদিন পর এই দলে ফিরছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও আবুল হোসেন রাজু।
দলের বাকী সদস্যরা হলেন-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাফিউদ্দিন আবুল, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
খবর৭১/জি: