বুবলীর সাথে অস্ট্রেলিয়ায়, মিমের সাথে ব্যাংককে

0
392

খবর৭১: প্রায় সাত বছর পর জুটি হয়ে কাজ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাদের নতুন ছবির নাম ‘আমি নেতা হবো’। ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতে বর্তমানে ব্যাংককে রয়েছেন শাকিব-মিম।

সুপারস্টার শাকিবের সঙ্গী হতে ব্যাংককে গেলেন এই নায়িকা। ৫ জানুয়ারি তিনি ব্যাংকক গেলেন। মিম জানিয়েছেন, পাঁচদিনের জন্য ব্যাংকক গিয়েছেন। শাকিব আগে থেকেই সেখানে ছিলেন।

‘আমি নেতা হব’ সিনেমার গানের দৃশ্যায়নের সঙ্গী হবেন তিনি। সিনেমার কাজটি এরইমধ্যে শেষ হয়েছে। শুধু গানের কাজই বাকি ছিল।

‘আমি নেতা হব’ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ সিনেমায় শাকিবের নায়িকা মিম। এ ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী ও মৌসুমী।

প্রসঙ্গত, মিম তারেক শিকদারের ‘দাগ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’ নামে দুটি ছবির কাজ শেষ করেছেন। এ দুটি ছবি চলতি বছরে মুক্তি পাবে।

উল্লেখ্য, শাকিব বহুদিন ধরেই দেশের বাহিরে। হায়দ্রাবাদে ববির সাথে করেছেন নোলক ছবির শুটিং, পড়ে অস্ট্রেলিয়ায় বুবলীর সাথে ছুটি কাটিয়েছেন সেই সাথে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির গানের শুটিং করছেন। আর এবার ব্যাংকক যাচ্ছেন, সেখানে আছেন মিম।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here