ভেঙে যাচ্ছে বচ্চন পরিবার!

0
536

খবর৭১: বচ্চন পরিবারে কি ভাঙন ধরল? জয়া ও ঐশ্বরিয়ার সম্পর্কে চিড় ধরার গসিপ মাঝেমধ্যেই শোনা যায় বলি মহলে। তার জেরে ঐশ্বরিয়া-অভিষেকের আলাদা থাকা নিয়েও জল্পনা চলে ইন্ডাস্ট্রিতে।

জল্পনার সূত্রপাত একটি বাংলোকে ঘিরে। মুম্বাইয়ে বচ্চনদের বেশ কিছু সম্পত্তি রয়েছে। তার মধ্যে অন্যতম দু’টি বাংলো ‘জলসা’ এবং ‘প্রতীক্ষা’। এ ছাড়াও আরও একটি বিলাসবহুল বাংলো আগেই কিনেছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। যার মূল্য নাকি ২১ কোটি টাকা।

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন ওই বাংলোর ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজ শুরু করবেন ঐশ্বরিয়া-অভিষেক। সে কারণেই ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু হয়েছে। তা হলে কি ভাঙন ধরল বচ্চন পরিবারে? আরাধ্যাকে নিয়ে কি আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন ঐশ্বরিয়া-অভিষেক?

মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুটে এলাকা নিয়ে তৈরি বচ্চনদের নতুন বাংলো। ২০১৫-তেই এটি কেনেন তারা। তবে এ বার শুরু হবে ভেতরের কাজ। এখানে বচ্চনদের প্রতিবেশী সোনম কাপুর। তবে আলাদা থাকার এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনও সদস্য।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here