সেনেগালে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

0
440

খবর ৭১:সেনেগালের কাসামান্সে বন্দুকধারীদের হামলায় শনিবার অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

প্রায় তিন দশক ধরে সেনেগালের দক্ষিণাঞ্চল কাসামান্সে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। তবে শনিবারের ওই হামলা কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

কর্ণেল আবদুল নাদিয়ে জানান, হামলার ঘটনায় নিহতের বাইরেও সাতজন গুরুতর আহত হয়েছেন। জিগুইনচর শহর থেকে চার মাইল দূরের জঙ্গলে ওই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তবে ১৯৮২ সাল থেকে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্সেস অব কাসামান্স (এমডিএফসি)। সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের লড়াই চলছে।

সেনাবাহিনীর দাবি, এমডিএফসির দুই সদস্য সম্প্রতি কারাগার থেকে মুক্তির পর এ ধরনের ঘটনা ঘটলো। হামলার সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ করছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সূত্র : নিউইয়র্ক টাইমস

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here