খবর ৭১:খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। গতকাল ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ অবরোধের ডাক দেয় সংগঠনটি।
অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রসঙ্গত, গত বুধবার সকালে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসার সামনে থেকে ডেকে নিয়ে স্লুইচ গেইট নামক এলাকায় মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মিঠুন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সংগঠক ছিলেন। শুরু থেকে এ হত্যাকাণ্ডের জন্য নবগঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনকে দায়ী করছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।
খবর ৭১/ এস: