দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় গত শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুস সালাম অভিযান চালিয়ে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০বোতল ফেনসিডিলসহ সায়মা বেগম(৪০) এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সায়মা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিহালী মাষ্টারপাড়ার মৃত ইনছের আলীর মেয়ে। এছাড়াও একইদিন সন্ধ্যায় জেকে কলেজ গেট এলাকা থেকে ২০পিচ ইয়াবা সহ মাসুদ শেখ(৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ পৌর এলাকার পালপাড়া মহল্লার বাবলু শেখের ছেলে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, ৫০বোতল ফেনসিডিল ও ২০পিচ ইয়াবাসহ নারী সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।