জগন্নাথপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
449

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:-
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধূলার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেছেন ঐক্য শান্তি প্রগতির উদ্দেশ্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন খেলা ধূলা ও সংস্কৃতি চর্চা মানুষকে সব সময় ভালো কাজে উৎসাহিত করে। একজন ভালো খেলোয়ার কখনো সমাজের খারাপ কোন কাজের সাথে জড়িত থাকতে পারেনা। প্রতিমন্ত্রী বলেন, উপজেলার প্রতিটি খেলার মাঠ সংস্কার করা হবে। এছাড়া সরকারি ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে খেলা ধূলার সামগ্রী প্রদান করা হবে। তিনি দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি গতকাল শনিবার দুপুরে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে ২০তম জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনলীগ ৯ম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিল্পপতি শফিকুল আহমদ ভুইয়া, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সাবেক সভাপতি আবুল বাশার, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী ফয়জুজ্জামান আনা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান মাহবুব। জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আবু হেনা রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ডা: নজরুল ইসলাম খোকন, জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা তফজ্জুল হক সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, আব্দুল কাদির, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হুসেন আলী, সহ-সভাপতি আজহার আহমদ, সুলেমান আহমদ, জাকারিয়া আহমদ, জাকারিয়া হাবিব জিকু, রায়হান জামান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ জুমেল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন আলম, মির্জা হক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব মঞ্জুরুল হক শিপু, নাজমুল হুসাইন, ইয়াকুব আলী, অর্থ সম্পাদক মুহিব রহমান, সহ অর্থ সম্পাদক টনি মিয়া, মিজান আহমদ, প্রচার সম্পাদক মুন্না আহমদ, সহ-প্রচার সম্পাদক তারেক আহমদ জিসান, হাসান আহমদ অভি, দপ্তর সম্পাদক নোমান হুসাইন, সহ-দপ্তর সম্পাদক সুবেল আহমদ, সৈয়দ আইয়ুব আহমদ, মুজাহিদ হক শুভ, ফাহিম আহমদ, সদস্য সুজন আহমদ, জাহিদ আহমদ, নজির আহমদ, রুহেল মামুন, এনাম আহমদ, সপন আহমদ, বাচ্ছু, মুমিন, আশরাফুল, মোহন মিয়া, সৈয়দ রাজু, রাজিদ খান, সুজন আহমদ, জুয়েল মিয়া। পরে প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যাটিং এবং আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদের বলিংয়ের মাধ্যমে ক্রিকেট ম্যাচের উদ্বোধন করা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here