পাগনার হাওরে আভ্যন্তরীন জলাবদ্ধতায় ৭ হাজার হেক্টর বোর চাষ এবারও অনিশ্চিত!

1
555

মো: আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ থেকে,
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের আভ্যন্তরীন জলাবদ্ধতায় ৭ হাজার হেক্টর বোর চাষ এবারও অনিশ্চিত হয়ে পরেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় দরে চলতে থাকা জলাবদ্ধতা হাওরে তীব্র আকার ধারন করেছে। বছর বছর জলাবদ্ধতা বাড়তে থাকায় পানির নিচে পতিত হচ্ছে বোর জমি। কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বোর জমি বছরের পর বছর পানিতে তলিয়ে থাকায় বিকল্প কর্মসংস্থানের খুজে এলাকা ছেড়েছেন সহ¯্রাধীক কৃষক পরিবার। জলাবদ্ধতা নিরশন না হওয়ায় সংক্ষিত হয়ে পরেছেন কৃষকগণ। গেল বছর ফসল হারিয়ে কৃষকগণ ক্ষতিগ্রস্থ হওয়ায় সরকার হাওর উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করলেও পাগনার হাওরের আভ্যন্তরীন জলাবদ্ধতা নিরশনে কোন ফলপ্রসু উদ্ব্যেগ গ্রহণ করা হয়নি। উপজেলার পাগনার হাওর অর্ন্তভুক্ত সদর ইউনিয়ন, ভীমখালী ইউনিয়ন ও ফেনারবাক ইউনিয়নের পূর্বাংশের হাওরগুলোর জলাবদ্ধতায় আক্রান্ত ৭ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা কানাইখালি নদী। ফেনারবাক ইউনিয়নের প্রবাহমান কানাইখালি নদী লক্ষীপুর, শান্তিপুর হয়ে ভুতিয়ারপুরে নালা দিয়ে সুরমা নদীতে পানি নিষ্কাশন হত। অপর দিকে কানাইখালি নদীর আরও একটি নালা শান্তিপুর গ্রামের কালীবাড়ী হয়ে পাগনার বিল হয়ে গাজারিয়া স্লুইস গেইট ও ডালিয়ার স্লুইস গেইট দিয়ে পানি নিষ্কাশন হত। কালের বির্ভতনে পলি মাঠি পড়ে ভুতিয়ারপুর ও গজারিয়া স্লুইস গেইটের উভয় দিক ভরাট হয়ে যায়। একমাত্র ডালিয়ার স্লুইস গেইট দিয়েই পুরো পাগনার হাওরের পানি নিষ্কাশন চলমান রয়েছে। বর্তমানে জলাবদ্ধতায় আক্রান্ত এরিয়ার ্পানি কানাইখালি নদী থেকে পাগনা বিল হয়ে ডালিয়া স্ল্ুইস গেইট পর্যন্ত যেতে লক্ষীপুর গ্রামের পাশের বাধ মইশাকুড়ি বাধ ও কানাইখালি নদীর শাখা শান্তিপুর কালীবাড়ীর নালাটি অপেক্ষাকৃত ছোট ও ভরাট থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। এই বাধটিকে গিরে স্থানীয় কৃষক ও জলাবদ্ধতায় আক্রান্ত কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জলাবদ্ধতায় আক্রান্ত কৃষকদের অভিযোগ পাগনা বিল অর্ন্তভুক্ত হাওরের লক্ষীপুর, ফেনারবাক শান্তিপুর গ্রামের কৃষকরা তাদের কৃষি কাজে সুবিধার্থে উপরের অর্থাত জলাবদ্ধ এরিয়ার পানি আটকে রাখেন। অপর দিকে উপরোক্ত ৩ গ্রামের কৃষক লক্ষীপুর মইশাকুড়ি বাধ কেটে পানি চলাচলের করলে ফসল ফলাতে আমাদের দেরী হয়ে যায়. উপরের ্পানি আমাদের ফসলের ক্ষতি করে। শান্তিপুর কালীবাড়ী নালা দিয়ে পানি নিষ্কাশন করতে তাদের কোন আপত্তি নেই বলে জানান। উপরোক্ত বিষয় বিশ্লেষন ও বাস্তব অবস্তার প্রেক্ষিতে জানা যায়, কানাইখালি নদীর শান্তিপুর কালীবাড়ীর নালাটি খনন করে বাইপাস গজারিয়া স্লুইস গেইট দিয়ে সুরমা নদীতে পানি নিষ্কাশন হলে কাহার কোন সমস্যা হবে না। উপরের জলাবদ্ধতা স্থায়ী ভাবে নিরশন হবে। পাগনা বিল অর্ন্তভুক্ত কৃষকদের উপরের পানি দ্বারা ফসলের কোন ক্ষতি হওয়ার সম্ভবনা থাকবেনা। চলতি বোর মৌসুমে চাষাবাদের জন্য ভুতিয়াপুর কানাইখালি নদীতে পল্টন বসিয়ে পানি নিষ্কাশন করার আবেদন জানান।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেছি সমস্যার জায়গাগুলো চিহ্ন করে পানি নিষ্কাশনের কাজ চলছে। স্থায়ী সমাধানের জন্য আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর৭১/এস:

1 COMMENT

  1. লক্ষাধিক কৃষকের প্রাণ বাচানোর জন্য পানি নিষ্কাশনের কাজ দ্রুত করার ব্যবস্থা করা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here