খবর ৭১: আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শ্রীমঙ্গলের বিজিবি ক্যাম্পে জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় ‘এম১৬’ হেলিকপ্টারের চালক ও বিদেশি যাত্রীসহ চারজন আহত হয়েছেন।শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসা কর্মকর্তা ড. এমডি মোহসিন। আইএসপিআর আর সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ‘এম১৬’ হেলিকপ্টারটি আজ সকাল পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গলের বিজিবি ক্যাম্পের মধ্যে বিএএফ হেলিপ্যাডে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের চালকসহ চারজন এখন নিরাপদ আছেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন চন্দ্র দাস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক রয়েছেন। অপর দুইজন হলেন ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ।