খবর৭১: পারমাণবিক বোমার একটি বোতাম সব সময় আমার ডেস্কেই থাকে’- উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের এমন বক্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, ‘পরমাণু অস্ত্রের বোতাম আমার কাছেও আছে, এটি আরও বড় এবং শক্তিশালী।’
বুধবার (০৩ জানুয়ারি) টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র চালুর বোতাম সবসময় তার টেবিলেই থাকে’। তার দেওলিয়া ও ক্ষুধার্ত সরকারের কেউ তাকে দয়া করে জানিয়ে দিও, পারমাণবিক অস্ত্রের বোতাম আমার কাছেও আছে। কিন্তু সেটি অনেক বিশাল এবং অনেক বেশি শক্তিশালী। আমার বোতাম কাজও করে।’
নতুন বছর উপলক্ষ্যে দেয়া কিম জং বলেছিলেন, ‘আমেরিকা কখনই যুদ্ধ শুরু করতে পারবে না। পুরো আমেরিকাই এখন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের আওতায়। এটা কোনো হুমকি নয়, বাস্তবতা।’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই কিম ও ট্রাম্পের মধ্যে হুমকি-পাল্টা হুমকি চলছেই। নতুন বছরেও তার ব্যত্যয় হলো না। দেখা যাক এবার কিম কী বলেন!
খবর৭১/জি: