খবর৭১: মিশরে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণে হেলওয়ান জেলায় শুক্রবার কপটিক খ্রিষ্টানদের ওপর দুটি হামলার পর প্রেসিডেন্ট আল-সিসি মঙ্গলবার এক ফরমান (ডিগ্রি) জারির মাধ্যমে জানিয়েছেন, ১৩ জানুয়ারি থেকে বর্ধিত মেয়াদের জরুরি অবস্থা কার্যকর হবে।
এদিকে, মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিডল ইস্ট নিউজ এজেন্সি (মেনা) জানিয়েছে, এ পদক্ষেপ নেওয়া হয়েছে এই জন্য যে, নিরাপত্তা বাহিনী যাতে সন্ত্রাসবাদের বিপদ ও তাদের অর্থায়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং দেশের সব অংশে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
মিশরে দুটি গির্জায় বোমা হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর গত বছর এপ্রিল মাসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট আল-সিসি। গত বছর জুলাই ও অক্টোবর মাসে দুই দফায় এর মেয়াদ বাড়ানো হয় এবং আবারো তিন মাসের জন্য তা বাড়ানো হলো।
খবর৭১/জি: