খবর৭১: জেলার শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে বেসরকারি একটি হেলিকপ্টার দূর্ঘটনায় পতিত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ ৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ, সার্জেন্ট ওমর, সার্জেন্ট জাহিদ, সার্জেন্ট রেজা, করপোরাল সাস্তব।
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
হেলিকপ্টারটি অবতরণের সময় ঘন কুয়াশার কারণে বিজিবি ক্যাম্পের ট্রেনিং শেডে আঘাতপ্রাপ্ত হয়ে ডানা ভেঙে মাটিতে পড়ে যায়।
খবর৭১/জি: