খবর ৭১: পেরুর রাজধানী লিমায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) লিমার উত্তরে একটি বাস ৫৭জন যাত্রী নিয়ে খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়।
দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।