ঢাকা উত্তরের আ.লীগের কমিটি বাতিল করলেন শেখ হাসিনা

0
369

খবর ৭১: ঢাকা মহানগর উত্তরে দলের সব থানা কমিটি বিলুপ্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গণভবনে মহানগরের কয়েকজন নেতা কমিটি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলতে গেলে শেখ হাসিনা এ সিদ্ধান্ত জানান। ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের খানের নেতৃত্বে প্রায় ১১ জন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা প্রধানমন্ত্রীর কাছে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খানের অনুমোদিত কমিটি (গত ২৭ ডিসেম্বর ) সম্পর্কে অভিযোগ করে নিজেদের ক্ষোভের কথা জানান। প্রধানমন্ত্রী তাদের অভিযোগ শুনে কমিটি বাতিল করেন এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতিম-লীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দেন। তাদেরকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাদের খান বলেন, নেত্রীর সঙ্গে আমরা দেখা করেছি। তিনি পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছেন এবং নতুন কমিটি গঠনের বিষয়ে ফারুক খানের সঙ্গে আমাদেরকে আলোচনা করতে বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here