দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পালিত হয়েছে।এ উপলক্ষ মঙ্গলবার সকালে এক র্যালি বের হয়। পরে উপজেলা প্রশাসন চত্বরে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার আবু সালেহ মো. নূহ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল আলম, সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, সাবরেজিষ্টার নাঈমা সিদ্দিকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, প্রবীণ সাংবাদিক এম,সরওয়ার খান, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আজাদুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আবু বক্কর ছিদ্দিক, আব্দুল বাছেদ প্রমুখ। পরে ৯জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ১লাখ ৬১হাজার ৫’শ টাকা ঋণ প্রদান করা হয়।
খবর৭১/এস: