শেখ দীন মাহমুদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সরকারি স্লুইচ গেটের ঢাকনা (পাট) ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে পৌর সদরের শিববাড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আমন ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল সকালে ভাটার সময় প্রবল স্রোতে পানি উন্নয়ন বের্ডের স্লইচ গেটের ঢাকনা ভেঙ্গে নদীতে চলে যায়। পরে ভাটা শেষে প্রবল জোয়ারের উপচে পড়া পানি অবাধে পোল্ডার অভ্যন্তরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
এতে অন্তত ২০টি চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। শতাধিক বিঘার পাকা আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় এলাকার অসংখ্য বসতবাড়ির উঠান পানিতে তলিয়ে যায়।
স্থানীয় ঘের মালিকরা জানান, মৌসুমের শেষ মূহুর্তে ঘেরে মাছের পরিমাণ কম ছিল। তবে যে মাছ ছিল তা সব পানিতে ভেসে গেছে। তবে আমন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খবর ৭১/ইঃ