জামালগঞ্জে সিএনআরএস‘র আইডিআরসি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

0
497

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সিএনআরএস কর্তৃক রিডিউসিং ডায়াটারি রিলেটেড রিস্ক এে সাসিয়েটেড ইউথ নন-কমিউনেকেবল ডিজিট ইন বাংলাদেশ গবেষনা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা ড. শাফায়েত আহমেদ সিদ্দিকী‘র সভাপতিত্বে সিএনআরএস‘র ফিল্ড সুপারভাইজার জুলফিকার চৌধুরী রানার           সঞ্চালনায়   প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। সভায় প্রকল্পের উপর মুল প্রবন্ধ    উপস্থান করেন সিএনআরএস‘র ঢাকা হেড অফিসের প্রজেক্ট ম্যানেজার আবু হেনা মো: মাজহারুল ইসলাম। তিনি বলেন, সিএনআরএস আর্ন্তজাতিক দাতা সংস্থা আইডিআরসি অর্থায়ানে বাংলাদেশের ৮ টি জেলার ১৬ টি উপজেলায় ২৮ হাজার কৃষক নিয়ে প্রাথমিক ভাবে কাজ করতে যাচ্ছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ণ কার্যক্রম শুরু করছে। নন-কমিউনেকেবল ডিজিট বাস্তবায়ণের মাধ্যমে মানুষের খাদ্যাবাস পরিবর্তন করে বিশুদ্ধ খাবার সহ মানুষ সুস্থভাবে জীবন যাপনের জন্য এই প্রকল্প প্যারাইসিস, ডাইবেটিজ, যক্ষা, হাইপারটেশন, ক্যান্সারের মত রোগ প্রতিরোধে কাজ করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, মেডিকেল অফিসার ডা. নিলাক্ষী শেখর তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমূখ। এছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন পেশার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here