৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

0
499

খবর৭১: আগামী ৫ জানুয়ারি ‘বিতর্কিত’ দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করবে। আর সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রের কালো দিন। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত শনিবার সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। আশা করছি, অনুমতি না দেয়ার মতো বোকামি সরকার করবে না।’

এ সময় রিজভী জানান, একই দিন দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে কালো পতাকা মিছিল বের করা হবে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দীর সমাবেশে বিএনপি চেয়ারপারসন থাকবেন কি না, তা পরে জানানো হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু,সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here