ওষুধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা

0
449

খবর৭১: কাঁচামালসহ ওষুধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।সোমবার (১ জানুয়ারি) ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা মুন্সিগঞ্জে ওষুধের কাঁচামালের প্ল্যান্ট স্থাপন করছি। এই প্রোডাক্ট বিদেশে রপ্তানি হয় এবং তা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। তাই আমি ২০১৮ সালকে কাঁচামালসহ ওষুধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ওষুধ শিল্প একটি উচ্চ প্রবৃদ্ধির শিল্প। দেশের চাহিদার ৯৮ ভাগ যোগান দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ সারা বিশ্বব্যাপী একশ’র বেশি দেশে আমাদের এইওষুধ রফতানি হচ্ছে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here